দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

প্রতিষ্ঠিত - ১৯৪৮ ইং

  • ইতিহাস
  • অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ০৯ নং শুভপুর ইউনিয়নের দক্ষিন বল্লভপুর এ ১৯৪৮ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন ‘দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয়’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি এবং পরবর্তিতে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় কলেজ শাখা। জেলা থেকে ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কে পাশে শহরের প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত এই প্রতিষ্ঠানটি ৭.৮০ একর জমি জুড়ে অবস্থিত।

    এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান।

    ইতিহাস



  • Developed by  SKILL BASED IT - SBIT