দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

প্রতিষ্ঠিত - ১৯৪৮ ইং

  • প্রতিষ্ঠাতার বার্তা
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় ।  

    বর্তমানে এখানে বিদ্যালয় ও কলেজ শাখায় মিলে ১০৪০ জন ছাত্র ছাত্রী অধ্যয়নরত রয়েছে। ১ জন অধ্যক্ষ, ১ জন সহকারি প্রধান শিক্ষক, ২ জন সহকারী অধ্যাপক ও ০৮ জন প্রভাষক ,১২ জন সহকারি শিক্ষক , ৫ জন খন্ডকালিন শিক্ষক কর্মরত রয়েছেন। বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৫টি ক্লাসে মোট ১০টি শাখা রয়েছে । বিদ্যালয়ের প্রাত্যহিক কার্যক্রম সকাল ৯টা ৪৫ মিনিটে এসেম্বলির মাধ্যমে শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়।

    সমাজের ব্যাধিরূপে বিবেচিত সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নকল প্রবণতামুক্ত শিক্ষাঙ্গন হিসেবে এ কলেজে ঈর্ষণীয় দৃষ্টান্ত স্থাপনে আমি তৃপ্ত।

    কর্তৃপক্ষ, প্রশাসন, শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে রয়েছে মধুর ও পারিবারিক সম্পর্ক। এর ক্রমোন্নতিতে নিজেকে জড়িত রাখতে পেরে গর্ববোধ করছি। একুশ শতকের যোগ্য নাগরিক তৈরিতে দক্ষিন বল্লভপুর উচ্চ বিদ্যালয় যথাযথ ভূমিকা পালনে সক্ষম হোক, মহান আল্লাহর কাছে এই প্রার্থনা।

  • Developed by  SKILL BASED IT - SBIT